thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘পাকিস্তানের জনগণের সঙ্গে ঐক্য গড়তে হবে’

২০১৩ ডিসেম্বর ২২ ১৭:২৪:৪৬
‘পাকিস্তানের জনগণের সঙ্গে ঐক্য গড়তে হবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম বলেছেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছেদ নয়, বরং পাকিস্তানের জনগণের সঙ্গে ঐক্য গড়ে তুলতে হবে।

আওয়ামীপন্থি সম্মিলিত আইনজীবী পরিষদের একাংশের কেন্দ্রীয় আহ্বায়ক আমীর বলেন, ‘পাকিস্তানের জনগণের সঙ্গে আমাদের সংহতি প্রকাশ করতে হবে। তাদের বুঝাতে হবে, আমরা তাদের হাতে নিষ্পেষিত হয়েছি এবং পাকিস্তান সরকারের হাতে তারাও নিষ্পেষিত হচ্ছে।’

বর্তমান সময়কে আপৎকালীন সময় বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির উত্তর হলে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির আয়োজিত ‘যুদ্ধাপরাধীদের বিচার, কাদের মোল্লার রায় কার্যকর এবং পাকিস্তানের নগ্ন হস্তক্ষেপ’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

এম আমীর-উল ইসলাম বলেন, ‘পাকিস্তান সংসদে পাসকৃত নিন্দা প্রস্তাবকে ক্ষুদ্র পরিসরে দেখলে চলবে না। এখানে তারা যুদ্ধাপরাধীর বিচারকে জাস্টিফাই করেছে। পাকিস্তানের এ নিন্দা প্রস্তাবের মাধ্যমে প্রমাণিত হয়েছে, কাদের মোল্লা তাদের পক্ষে ছিলেন এবং তারা একাত্তরের গণহত্যার স্বীকৃতি দিয়েছেন।’

তিনি বলেন, ‘আমরা পাকিস্তানের সঙ্গে ঐকমত্য পোষণ করতে চাই। সম্পর্কছেদ নয়, পাকিস্তানের জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। পাকিস্তানের জনগণ ১৯৫ জন যুদ্ধাপরাধীর বিচারও দাবি করতে পারে।’

একই সঙ্গে পাকিস্তানের মালালার সঙ্গে আমাদের মেয়েদের বন্ধুত্ব হওয়া দরকার বলেও মন্তব্য করেন এ সংবিধান বিশেষজ্ঞ।

নির্বাচনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘সকল ক্ষেত্রে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করতে হবে।’

চলমান হরতাল অবরোধ ও সহিংসতা এক ধরনের মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়ের মতো আবারো মানবতাবিরোধী অপরাধ সংঘটন শুরু হয়েছে। এ অবস্থা মোকাবেলা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের কোনো বিকল্প নাই।’ সকলকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান সম্মিলিত আইনজীবী সমিতির এ প্রতিষ্ঠাতা আহ্বায়ক।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দারের সভাপতিত্বে বৈঠকে আলোচনায় অংশ নেন শহীদ পরিবারের সদস্য সাংবাদিক শাহীন রেজা নূর ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

(দ্য রিপোর্ট/এসএ/এসকে/রাসেল/নূরুল/২২ ডিসেম্বর, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর