thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

গোপীবাগে ৬ জনকে হত্যার ঘটনায় মামলা

২০১৩ ডিসেম্বর ২২ ১৭:২৮:০৬
গোপীবাগে ৬ জনকে হত্যার ঘটনায় মামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর গোপীবাগে ৬ জনকে গলাকেটে হত্যার ঘটনায় ওয়ারী থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। মামলার নং-১৪। শনিবার রাত ১১টায় ‘কথিত’ পীরের ছোট ছেলে আবদুল্লাহ আল ফারুক বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

সংশ্লিষ্ট থানা সূত্রে জানা যায়, ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় মামলার তদন্ত করবে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

প্রসঙ্গত, রাজধানীর গোপীবাগে নিহত লুৎফর রহমান ফারুক নিজেকে ইমাম মাহাদির সেনাপতি হিসেবে দাবি করতেন। তিনি ২০০৪ সালে নিজেকে পীর হিসেবে পরিচয় দেওয়া শুরু করেন। ইসলাম ধর্ম অনুসারে নামাজ পড়ার বিরোধিতা করতেন তিনি। গোপীবাগে একসঙ্গে ৬ জনকে হত্যার নেপথ্যে এগুলোকে প্রাথমিক কারণ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও র‌্যাব।

গত শনিবার সন্ধ্যায় রাজধানীর গোপীবাগের ৬৪/৬ রামকৃষ্ণ মিশন রোডের একটি বাসায় একই পরিবারের ছয়জনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- ওই বাসার ভাড়াটে লুৎফর রহমান ফারুক (৭৭) ও তার ছেলে সারোয়ারুল ফারুক (৩০), পীরের খাদেম মঞ্জুরুল আলম (৩০), পীরের মুরিদ মজিবুর রহমান (২৯), শাহীন (২৪) ও রাসেল (৩০)।

(দ্য রিপোর্ট/এনইউডি/এএস/এসকে/নূরুল/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর