thereport24.com
ঢাকা, বুধবার, ১ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ১ রজব 1446

ভিকারুননিসার ১ম শ্রেণির ভর্তির ফল প্রকাশ

২০১৩ ডিসেম্বর ২২ ১৮:০২:২৪
ভিকারুননিসার ১ম শ্রেণির ভর্তির ফল প্রকাশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভিকারুননিসা নূন স্কুলের ২০১৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণির ভর্তির লটারি ও ফল প্রকাশ করা হয়েছে।

সকল শাখার লটারির ফল রবিবার স্কুলের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.vnscbd.net) প্রকাশ করা হয়।

ভিকারুননিসা নূন স্কুল সূত্রে জানা যায়, সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বেইলি রোডের প্রধান ক্যাম্পাসের প্রভাতী শাখা ও দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রধান ক্যাম্পাসের দিবা শাখার ভর্তিচ্ছুদের লটারি অনুষ্ঠিত হয়।

এর আগে শুক্রবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বসুন্ধরা প্রভাতি শাখা, সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বসুন্ধরা দিবা শাখা, আড়াইটা থেকে ৪টা পর্যন্ত আজিমপুর প্রভাতী শাখা এবং বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত আজিমপুর দিবা শাখায় ভর্তিচ্ছুদের ভর্তির লটারি অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ধানমন্ডি প্রভাতি শাখা, সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ধানমন্ডি দিবা শাখা এবং বেলা আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ইংরেজি মাধ্যমের ভর্তিচ্ছুদের লটারি অনুষ্ঠিত হয়।

ভিকারুননিসা নূন স্কুলে ২০১৪ শিক্ষাবর্ষে ১ম শ্রেণিতে প্রায় দেড় হাজার শিক্ষার্থী ভর্তি করা হবে স্কুল সূত্রে জানা গেছে। ভর্তির তারিখ ও অন্যন্য তথ্য স্কুলের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.vnscbd.net) প্রকাশ করা হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

(দ্য রিপোর্ট/এসআর/এসবি/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর