thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

সেনাবাহিনীকে বিতর্কিত না করতে কল্যাণ পার্টির আহ্বান

২০১৩ ডিসেম্বর ২২ ১৭:৫০:২৬
সেনাবাহিনীকে বিতর্কিত না করতে কল্যাণ পার্টির আহ্বান

দ্য রিপোর্ট প্রতিবেদক : একদলীয় নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীকে বিতর্কিত না করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে কল্যাণ পার্টি। নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে দলটি।

রবিবার দুপুরে নয়াপল্টনস্থ দলীয় মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টি, ঢাকা মহানগরীর সভায় এ আহ্বান জানানো হয়।

কল্যাণ পার্টির নগর সভাপতি আলহাজ্ব নুরুল কবির ভূঁইয়া পিন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া, কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র এম.এম. আমিনুর রহমান, দপ্তর সম্পাদক মো. আল-আমিন ভূঁইয়া রিপন, নগর সাধারণ সম্পাদক সোহেল মোল্লা, ন্যাপ নগর সাধারণ সম্পাদক মো. শহীদুন্নবী ডাবলু, এনডিপি নগর সাধারণ সম্পাদক মো. ফরিদউদ্দিন, ছাত্র কল্যাণ পার্টির যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ নয়ন, নগর সাধারণ সম্পাদক শেখ এনামুল হাসান তানিম প্রমুখ।

কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব এম.এম. আমিনুর রহমান বলেন, ‘নির্বাচন কমিশন সরকারি এজেন্ডা বাস্তবায়ন করে একদলীয় নির্বাচনকে বৈধতা দিতেই সেনাবাহিনী মোতায়েন করছে। ভোট ও ভোটারবিহীন একতরফা নির্বাচনে সেনাবাহিনীকে বিতর্কিত করা হবে আত্মঘাতী।’

ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া বলেছেন, ‘একদলীয় নির্বাচনে দেশপ্রেমিক সেনাবাহিনী মোতায়েন করে সেনাবাহিনীকে জনগণের কাছে কলঙ্কিত করার ষড়যন্ত্র চালানো হচ্ছে। সেনাবাহিনীতে আমাদের ভাই-ছেলেরা আছে। তাদেরকে বিতর্কিত করবেন না। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর পরিণাম কখনো শুভ হবে না।’

সভাপতির বক্তব্যে মো. নুরুল কবির ভূঁইয়া বলেন, ‘দেশে বর্তমানে যে রাজনৈতিক সংকট চলছে তা থেকে সংঘাতের সৃষ্টি হচ্ছে। নির্বাচনের পূর্বেই যে সংঘাতের সৃষ্টি হয়েছে, একদলীয় নির্বাচন হলে নির্বাচনের পরেও এই সংঘাত চলতে পারে। যা দেশবাসীর জন্য খুবই দুঃখজনক।’

(দ্য রিপোর্ট/ওএস/এসকে/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর