thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

আবাহনীকে ৬ উইকেটে হারালো ইউসিবি

২০১৩ ডিসেম্বর ২২ ১৮:১৪:০৪
আবাহনীকে ৬ উইকেটে হারালো ইউসিবি

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিজয় দিবস টোয়েন্টি২০ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। মো. মিঠুনের হার না মানা ৬৭ ও তামিম ইকবালের ৪৩ রানে মুশফিকুর রহিমের আবাহনীকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে তামিম ইকবালের দল।

সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টসে জিতে আবাহনীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ইউসিবি। সুযোগ কাজে লাগাতে পারেনি মুশফিকুর রহিম, সৌম্য সরকার, আফতাব আহমেদ, মাহমুদউল্লাহ, সোহরাওয়ার্দী শুভ, জিয়াউর রহমান ও ফরহাদ রেজারা। দোলেয়ার হোসেনের (৪/১৮) নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ রান তুলতে সক্ষম হয়েছে আবাহনী।

এই রান অতিক্রম করে জয় পেতে অবশ্য ইউসিবিকেও বেগ পেতে হয়েছে। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪০ রান করে জিতেছে ইউসিবি। দলের জয়ে অবদান রেখেছেন মিঠুন। ৪৪ বলে ৫ চার ও ৪ ছয়ে অপরাজিত ৬৭ রান করেছেন তিনি।এছাড়া ৫ চার ও ১ ছয়ে অধিনায়ক তামিম ৪৩ রান করেছেন।

মূলত তৃতীয় উইকেট জুটিতে মিঠুন ও তামিমের ৮৯ রানের জুটিই ইউসিবিকে জয়ের পথ দেখিয়েছে। দুর্দান্ত ব্যাটিং করায় ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন মিঠুন।

সংক্ষিপ্ত স্কোর:

আবাহনী ইনিংস: ১৩৯/৮; ২০ ওভার (আফতাব ৩৩, সোহরাওয়ার্দী ৩১, জিয়াউর ২০; দোলোয়ার ৪/১৮)

ইউসিবি ইনিংস: ১৪০/৪; ২০ ওভার (মিঠুন ৬৭*, তামিম ৪৩, ইমরুল ১৪; শুভাশিষ ২/২৪)

ফল : ইউসিবি ৬ উইকেটে জয়ী

ম্যাচ সেরা : মো. মিঠুন (ইউসিবি)

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর