thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

শরীয়তপুরে পাকিস্তানি পতাকায় আগুন

২০১৩ ডিসেম্বর ২২ ১৮:১৯:৪৬
শরীয়তপুরে পাকিস্তানি পতাকায় আগুন

শরীয়তপুর সংবাদদাতা : যুদ্ধাপরাধী কাদের মোল্লার পক্ষে পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব পাশ করায় পাকিস্তানি পতাকায় আগুন ধরিয়ে প্রতিবাদ জানিয়েছে জেলার মুক্তিযোদ্ধারা।

রবিবার বেলা ১২টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে। এ সময় তারা পাকিস্তানের জাতীয় পতাকায় আগুন দিয়ে প্রতিবাদ জানায়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক সরদার, কমান্ডার জানে আলম মুন্সী, আব্দুল আজিজ সিকদার, লোকমান আলী হাওলাদার প্রমুখ।

সমাবেশে বক্তারা পাকিস্তানি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নতুন প্রজন্মকে আহ্বান জানান ও পাকিস্তানি পণ্য বর্জনে সর্বস্তরের জনগণকে অনুরোধ করেন।

(দ্য রিপোর্ট/এমএইচএস/এফএস/এসকে/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর