thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

রাজধানীতে ছেলের ছুরিকাঘাতে মাসহ আহত ৩

২০১৩ ডিসেম্বর ২২ ১৮:২৪:৫৪
রাজধানীতে ছেলের ছুরিকাঘাতে মাসহ আহত ৩

দ্য রিপোর্ট প্রতিবেদক : টাকা না দেওয়ায় রাজধানীর দারুস সালাম এলাকায় ছেলের ছুরিকাঘাতে মাসহ তিনজন আহত হয়েছেন। টোলারবাগ ২/৮ এর ই/৬ নম্বর বাসায় রবিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মা হাকি বেগম (৪২) ও তার ছেলে ফয়সাল করিম মাসুদ (২৪) এবাং তাদের বাড়ির ম্যানেজার শরিফ হোসেন (২৬)।

আহত ফয়সাল করিম মাসুদ ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র। তিনি দ্য রিপোর্টকে বলেন, আমার বড় ভাই আরিফুর রহমান মামুন স্ত্রীর ‘প্ররোচনায়’ মার কাছে ১৫ লাখ টাকা চান। মা টাকা দিতে না চাইলে তিনি উত্তেজিত হয়ে এ ঘটনা ঘটায়। তাকে বাধা দিতে আসলে আমি ও বাড়ির ম্যানেজার আহত হই।

বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, পারিবারিক কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে। মামুনকে আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/এপি/এসবি/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর