thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

১০ বছরের জন্য কমলাপুর স্টেডিয়াম বাফুফের

২০১৩ ডিসেম্বর ২২ ১৮:৪৪:০১
১০ বছরের জন্য কমলাপুর স্টেডিয়াম বাফুফের

দ্য রিপোর্ট প্রতিবেদক : ফিফার গোল প্রজেক্টের আওতায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বসতে যাচ্ছে আর্টিফিসিয়াল টার্ফ। এ নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মধ্যে রবিবার চুক্তি স্বাক্ষর হয়েছে।

১০ বছরের জন্য কমলাপুর স্টেডিয়ামের নিয়ন্ত্রণ বাফুফের হাতে গেলেও আর্টিফিসিয়াল টার্ফ বসতে এখনও সময় লাগবে ৮-৯ মাস। এ বিষয়ে আবু নাইম সোহাগ বলেছেন, ‘এনএসসির সঙ্গে আমাদের চুক্তি হলো। এরপর এই প্রজেক্টের অগ্রগতি সম্পর্কে ফিফাকে জানানো হবে। আরো অনেক কাজ বাকি রয়েছে। ফিফা অনুমোদন দিলে টার্ফ বসাতে বসাতে সময় লাগবে ৮-৯ মাস।’

৭ বছর আগে এ ধরণের টার্ফ বরিশালে স্থাপনের চেষ্টা করা হয়েছিল। কিন্তু সময় মতো এনএসসি জমি বরাদ্ধ দিতে না পারায় টার্ফ বসানো সম্ভব হয়নি। তবে ২০১১ সালে অনেক দেনদরবারের পর দেশের প্রথম আর্টিফিসিয়াল টার্ফ স্থাপন করা হয়েছিল বাফুফে ভবন সংলগ্ন আরামবাগ বালুমাঠে।

চুক্তিতে এনএসসির পক্ষে সচিব শিবনাথ রায় ও বাফুফের পক্ষে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ স্বাক্ষর করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি বাদল রায় ও সদস্য ফজলুর রহমান বাবুল।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর