thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

সুনামগঞ্জে আটক নেতাকর্মী জেলহাজতে

২০১৩ ডিসেম্বর ২২ ১৮:৫৩:৩৮
সুনামগঞ্জে আটক নেতাকর্মী জেলহাজতে

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলায় বিশেষ অভিযানে গ্রেফতার হওয়া বিএনপি-জামায়াতের চার নেতাকর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে।

রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ শনিবার ভোররাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারেরা হলেন- উপজেলার বাঁশখালা গ্রামের আবদুল মমিনের ছেলে ও বিএনপি কর্মী আবদুল করিম (৫০), আমেরতল গ্রামের মৃত গণি মিয়ার ছেলে আবু তাহের (৩২), একই গ্রামের ফয়জুল হকের ছেলে বদরুল ইসলাম (৩০) ও সহোদর জামায়াতকর্মী আশিকুল ইসলাম।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, গ্রেফতারেরা বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তাদের রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএআর/এমএইচও/এসকে/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর