thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

মুন্সীগঞ্জে ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

২০১৩ ডিসেম্বর ২২ ১৯:৩৭:৩৯
মুন্সীগঞ্জে ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে নিজ বাড়িতে হাত-পা বাঁধা অবস্থায় সাবেক নারী ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মাকসুদা বেগম (৫০) নামে ওই নারীর মৃতদেহ রবিবার সকাল ১১টার দিকে উদ্ধার করে পুলিশ। তিনি আব্দুল্লাহপুর ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য বলে জানা গেছে। তার স্বামীর নাম আবেদ আলী সরকার (৬০)।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাকসুদাকে হাত-পা বেঁধে ও গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পর বাড়ির ভাড়াটিয়ারা পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা করা হচ্ছে।

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রবিবার দুপুর পৌনে ১২টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/জিএমএমও/এমএইচও/এসকে/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর