thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২১ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

‘কিল সুইচ’ ব্যবহারে বিল আনছে যুক্তরাষ্ট্র

২০১৩ ডিসেম্বর ২২ ১৯:৪৬:০৯
‘কিল সুইচ’ ব্যবহারে বিল আনছে যুক্তরাষ্ট্র

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ও নিউইয়র্কের আইন প্রণেতারা স্মার্টফোনে ‘কিল সুইচ’ প্রযুক্তি ব্যবহারের অনুরোধ জানিয়েছিলেন নির্মাতা প্রতিষ্ঠানদের। এই প্রযুক্তি ব্যবহার করলে চুরি করা স্মার্টফোন অন্য কেউ ব্যবহার করতে পারবে না। খবর সিএনএনর।

সম্প্রতি অনুরোধ থেকে এককাঠি এগিয়ে গেছেন ক্যালিফোর্নিয়ার সিনেটর। তিনি চেষ্টা করছেন আইনের মাধ্যমে ‘কিল সুইচ’ ব্যবহারকে বাধ্যমূলক করতে।

ক্যালিফোর্নিয়া রাজ্যের সিনেটর মার্ক লেনো বৃহস্পতিবার তার ওয়েবসাইটে জানান, ‘২০১৪ সালের জানুয়ারিতে এই বিল উত্থাপনের পরিকল্পনা রয়েছে। এর ফলে স্মার্টফোন চুরি করা একটি অনাকর্ষণীয় বিষয়ে পরিণত হবে।’

তিনি বলেন, ‘ক্যালিফোর্নিয়া শহরের রাস্তায় সংঘটিত অপরাধের মধ্যে মোবাইল চুরি শীর্ষে রয়েছে। দিন দিন এটি সহিংস হয়ে উঠছে।’

এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ডের মাধ্যমে চালু করা যায়। চুরি বা হারিয়ে যাওয়া স্মার্টফোনের ক্ষেত্রে এটি ব্যবহার করে দূর থেকে ফোনটি অকেজো করে দেওয়া যায়। ফলে চুরি করা ফোন বিক্রি করার সুযোগ থাকছে না।

এর আগে চলতি বছরের শুরুর দিকে অ্যাপল স্মার্টফোনের চুরি ঠেকানো একটিভেশন লক ব্যবহার শুরু করে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/জেএম/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর