thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

‘বিএনপিকে হরতালে মাঠে পেলে রাজনীতি ছেড়ে দেব’

২০১৩ অক্টোবর ২৬ ২০:৪৩:৩৪
‘বিএনপিকে হরতালে মাঠে পেলে রাজনীতি ছেড়ে দেব’
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রবিবারের হরতালে বিএনপি নেতাদের মাঠে পাওয়া গেলে রাজনীতি ছেড়ে দিবেন বলে ঘোষণা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক জরুরি বর্ধিত সভায় শনিবার বিকেলে তিনি এ কথা জানান।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘আগামীকাল হরতালকারীদের খুঁজে পাওয়া যাবে না। আমি হলফ করে বলতে পারি যারা বড় বড় কথা বলেন, হরতাল আহবান করেছেন, তাদের রাজপথে খুঁজে পাওয়া যাবে না। যদি আগামীকাল রাজপথে তাদের খুঁজে পাওয়া যায় তাহলে, আমি রাজনীতি ছেড়ে দেব।’

বিএনপি নেতাদের ধোঁকাবাজ, ফটকাবাজ ও মিথ্যাবাদী বলে সাব্যস্ত করেছেন আওয়ামী লীগের এ নেতা।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে মায়া বলেন ‘আমি বিশ্বাস করি ঢাকায় কোনো হরতাল হবে না। আপনারা পাড়ায়-মহল্লায় গিয়ে দোকানদারদের অনুরোধ করবেন দোকান খোলা রাখতে। আমি বাসমালিকদের সঙ্গে কথা বলেছি, তারা গাড়ী চালাবে।’

তিনি আরও বলেন, ‘আগামীকাল সকাল থেকে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা যোগাযোগ করব। কে কয়টা সন্ত্রাসী মিথ্যাবাদী ধরেছেন তা আমাদের জানাবেন। কাল যে রাজপথে নামব বিজয় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।’

বিরোধী দলের সমাবেশের কথা উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘গতকাল মূলত জামায়াত শিবিরের মিটিং হয়েছে, বিএনপির নয়। তাদের লক্ষ্য যুদ্ধাপরাধীদের রক্ষা করা। আমাদের লক্ষ্য যুদ্ধাপরাধীদের নির্মূল করা।’

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে জরুরি এ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক। বক্তব্য রাখেন সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, ফয়েজ উদ্দিন মিয়া, মুকুল চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, আওলাদ হোসেন, শাহে আলম মুরাদ প্রমুখ।

(দিরিপোর্ট২৪/আমান/আইজেকে/এমডি/অক্টোবর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর