thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

হেফাজতের সমাবেশ সফল করার আহ্বান

২০১৩ ডিসেম্বর ২২ ২০:১৪:০০
হেফাজতের সমাবেশ সফল করার আহ্বান

চট্টগ্রাম সংবাদদাতা : ২৪ ডিসেম্বর রাজধানী ঢাকার মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী।

রবিবার সন্ধ্যায় বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।

বিবৃতিতে বাবুনগরী বলেন, বর্তমান সরকারের হাতে মুসলমানদের ঈমান-আক্বিদা নিয়ে বেঁচে থাকা যেমন নিরাপদ নয়, তেমনি জনগণের জানমালও নিরাপদ নয়।

‘জনসমর্থনহীন’ সরকার অন্যায়ভাবে ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য প্রতিদিন অসংখ্য প্রতিবাদি ও নিরীহ জনতাকে ‘হত্যা’ করতেও দ্বিধা করছে না বলে বিবৃতিতে অভিযোগ করেন তিনি।

এদিকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, মহাসমাবেশ সফল করতে ইতোমধ্যে চট্টগ্রাম থেকে সংগঠনের ৫ হাজার নেতাকর্মী ও সমর্থক ঢাকায় পৌঁছেছেন।

(দ্য রিপোর্ট/কেএইচসি/এসবি/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর