thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

২০১৩ ডিসেম্বর ২২ ২০:২৪:৩৩
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুর ডিগ্রি কলেজের সামনে মোটরসাইকেলের ধাক্কায় রুস্তম আলী আকন (৬৫) নামে এক পথচারি কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রুস্তম আলী আকন উপজেলার আলগী গ্রামের বাসিন্দা। তার লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, রবিবার দুপুরে রুস্তম আলী রাজাপুর থেকে বাড়ি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় সে গুরুতর আহত হলে স্থানীয়রা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলটি জব্দ করা হলেও ঘাতক ড্রাইভার পালিয়ে যায়। এ ঘটনায় রাজাপুর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।

(দ্য রিপোর্ট/এসএমআরকে/এপি/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর