thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সাধারণ বীমার জয়

২০১৩ ডিসেম্বর ২২ ২০:৪০:০৯
সাধারণ বীমার জয়

দ্য রিপোর্ট প্রতিবেদক : কুল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে জয় পেয়েছে সাধারণ বীমা। রবিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়েছে পূর্বাচল পরিষদকে।

বিজয়ী দলের পক্ষে মোহাম্মদ তুফান জয়সূচক গোলটি করেছেন। একই মাঠে বিজি প্রেস ও কাওরানবাজার প্রগতি সংঘের মধ্যকার দিনের অপর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। বিজি প্রেসের পক্ষে আওলাদ এবং কাওরানবাজারের পক্ষে মানিক একটি করে গোল করেছেন।

সোমবার একই মাঠে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পুলিশ স্পোর্টিং ক্লাব ও টঙ্গী ক্রীড়া চক্র। দ্বিতীয় ম্যাচে ময়দানী লড়াইয়ে নামবে লিটিল ফ্রেন্ডস ক্লাব ও সিটি ক্লাব।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর