thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

উপাচার্য নিয়োগের দাবিতে পাবনায় মানববন্ধন

২০১৩ ডিসেম্বর ২২ ২০:৪৯:৩০
উপাচার্য নিয়োগের দাবিতে পাবনায় মানববন্ধন

পাবনা সংবাদদাতা : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। রবিবার সকাল ১১টায় শিক্ষক সমিতির উদ্যোগে প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, ২২ নভেম্বর উপাচার্যের মেয়াদ শেষ হওয়ার পর গত এক মাস ধরে নতুন কোনো উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। চলতি মাসে নতুন উপাচার্য যোগ না দিলে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ হয়ে যাবে। এছাড়া ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ১ম পর্ব ভর্তি পরীক্ষা পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে।

শিক্ষকরা আরও বলেন, উপাচার্য নিয়োগের জন্য ২৫ নভেম্বর শিক্ষক সমিতির পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ও রাষ্ট্রপতি বরাবর পত্র প্রেরণ করা হলেও আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি। মানববন্ধন থেকে অতি সত্বর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়ে সকল সমস্যা নিরসনের দাবি জানান শিক্ষকরা।

(দ্য রিপোর্ট/এসআর/এপি/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর