thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মুসলমানদের জন্য এক পয়সাও খরচ করেনি কংগ্রেস : মোদি

২০১৩ ডিসেম্বর ২২ ২১:৩০:৩৪
মুসলমানদের জন্য এক পয়সাও খরচ করেনি কংগ্রেস : মোদি

কলকাতা প্রতিনিধি : কংগ্রেসকে ‘মুসলিম দরদী’ হিসেবে কটাক্ষ করলেন বিজেপি’র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। রবিবার মুম্বাইয়ের বান্দ্রায় এক জনসভায় মোদি কংগ্রেসকে একহাত নিয়ে বলেন, ‘ক্ষমতায় থাকার জন্য কংগ্রেস ইংরেজদের মতোই 'বিভাজন ও শাসননীতি' অনুসরণ করে চলছে।’

তিনি বলেন, ‘মুসলিমদের উন্নয়নে প্রধানমন্ত্রী দেশজুড়ে ৯০টির মতো মুসলিম অধ্যুষিত জেলা চিহ্নিত করলেও এখন পর্যন্ত মুসলমান ভাইদের জন্য এক পয়সাও খরচ হয়নি। এটাই কংগ্রেসের ভোট রাজনীতি।’

মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্স ময়দানে ‘মহা-গর্জন’ শীর্ষক এই র‌্যালিতে প্রায় ৫ লাখ লোক অংশ নেয়। মোদি ছাড়াও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রায় সকল শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

মোদি আরো বলেন, ‘কংগ্রেসি অপশাসনের কারণে ভারতে জনবিস্ফোরণ ঘটেছে। কোনো ঐতিহাসিক কিংবা ভৌগলিক কারণে নয়। কংগ্রেসের অপশাসনের কারণে আজ দেশে এত সমস্যা।’

ভারতীয় সমাজের অনগ্রসরতার জন্যও কংগ্রেসকে দায়ী করেছেন মোদি। তিনি বলেন, ‘কংগ্রেসের থাবা থেকে দেশকে মুক্ত করতে হবে। যতদিন পর্যন্ত না দেশ এই ভোট রাজনীতি থেকে মুক্ত হচ্ছে, ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হবে না।’

দুইদিন আগে বণিকসভার (ফিকি) এক আলোচনা সভায় দুর্নীতি নিয়ে কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীর মন্তব্যকে কটাক্ষ করে মোদি বলেন, ‘কংগ্রেস নিজেই গলা সমান দুর্নীতিতে ডুবে আছে, অথচ তারাই বড় বড় কথা বলছে।’

(দ্য রিপোর্ট/এসএম/এসকে/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর