thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

সীমান্ত চুক্তির দাবিতে আন্দোলনে নামছে ছিটমহলবাসীরা

২০১৩ ডিসেম্বর ২২ ২১:৫৯:৫৮
সীমান্ত চুক্তির দাবিতে আন্দোলনে নামছে ছিটমহলবাসীরা

কলকাতা প্রতিনিধি : স্থলসীমান্ত চুক্তির দাবিতে আন্দোলনে নামছে ভারত-বাংলাদেশ ভূ-খণ্ডের ছিটমহলের বাসিন্দারা৷ রবিবার বিকেলে দুই দেশের ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতারা স্কাইপির মাধ্যমে আন্দোলনের রূপরেখা তৈরি করেন৷

বাংলাদেশের পঞ্চগড়, কুড়িগ্রাম ও পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটার মফিজুর রহমান, গোলাম মোস্তফা ও দিপ্তীমান সেনগুপ্তরা স্কাইপিতে সোচ্চার হন৷ ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতারা নতুন কর্মসূচির ব্যাপারে একমত হয়েছেন। আগামী বছরের ২ জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও কোচবিহার জেলা থেকে চার লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহ করা হবে৷ অন্যদিকে বাংলাদেশের পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকে চার লাখ স্বাক্ষর সংগ্রহ করবে কমিটির বাংলাদেশি নেতারা। সংগৃহীত স্বাক্ষর ভারত ও বাংলাদেশের সরকার এবং বিরোধী দলের কাছে জমা দেওয়া হবে৷

ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির পশ্চিমবঙ্গের নেতা দিপ্তীমান সেনগুপ্ত বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকার বারবার বলছে উত্তরবঙ্গের মানুষের ইচ্ছার বিরুদ্ধে ও ছিটমহলবাসীদের সঙ্গে আলোচনা না করে চুক্তিতে তারা মত দেবে না। তাই কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।’

কমিটির বাংলাদেশের নেতা মফিজুর রহমান ও গোলাম মোস্তফা জানান, ১৬ জানুয়ারির পর তারা রাজধানী ঢাকাসহ কুড়িগ্রাম ও পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু করবেন।

(দ্য রিপোর্ট/এসএম/এসকে/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর