thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

রাজধানীতে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭

২০১৩ ডিসেম্বর ২৩ ০০:০৪:০৬
রাজধানীতে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুরে তানজিল পরিবহনের একটি বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন অগ্নিদগ্ধ হয়েছেন।

রবিবার রাত পৌনে ১০টার দিকে মিরপুর ২ কেন্দ্রীয় মন্দিরের সামনের রাস্তায় বাস মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-গাড়ির মালিক হাবিবুর রহমান (৪৫), মিস্ত্রি আব্দুল হান্নান (৩৮), মিস্ত্রির হেলপার মো. বিশাল (১৬), গাড়ির ম্যানেজার মজিবর রহমান (৪৫), ছোট শামিম (১৬), বড় শামিম (৪৫), মো. হানিফ (১৯)।

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, দুর্ঘটনার পরপরই দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক এনএ শাহেদ জানান, দগ্ধ সবাই আশঙ্কা মুক্ত। দ্রুত তারা সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/ডিসেম্বর ২৩,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর