thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

টঙ্গীতে অস্ত্র ও গুলিসহ মাদক ব্যবসায়ী আটক

২০১৩ ডিসেম্বর ২৩ ০০:৪৬:১৬
টঙ্গীতে অস্ত্র ও গুলিসহ মাদক ব্যবসায়ী আটক

গাজীপুর : গাজীপুরের টঙ্গীর মরকুন এলাকা থেকে দেলোয়ার হোসেন দেলু (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা রবিবার রাত ৯টার দিকে টঙ্গীর মরকুন এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে দেলুকে আটক করে। তার কাছ থেকে ৭.৬৫ বোরের ইউএসএ’র তৈরি একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার হয়। আটক দেলু একজন চিহিৃত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় টঙ্গী থানায় মামলা হয়েছে। দেলু টঙ্গীর মরকুন মোল্লার গ্যারেজ এলাকায় মৃত আমিন উদ্দিনের ছেলে।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, তিনি ওই অভিযানের নেতৃত্ব দিয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএফ/এনডিএস/ডিসেম্বর ২৩,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর