thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

টঙ্গীর জোড় ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

২০১৩ ডিসেম্বর ২৩ ০০:৫২:০২
টঙ্গীর জোড় ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে চলমান পাঁচ দিনের জোড় ইজতেমায় রবিবার দুই মুসল্লি মারা গেছেন। মৃতরা হলেন- যশোরের কেশবপুর উপজেলার আব্দুর রাজ্জাক (৬৫) এবং মাদারীপুর সদরের মাধববাড়ি গ্রামের হাজী কদম হাওলাদার (৬০)।

পুলিশ জানায়, ভোরে ইজতেমা মাঠে আবদুর রাজ্জাক অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকের পরামর্শে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এছাড়া হাজী হাওলাদার ইজতেমা মাঠেই মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মালেকা আক্তার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

উল্ল্যেখ, ২০১৪ সালের ২৪ জানুয়ারি টঙ্গীতে বিশ্ব ইজতেমা শুরু হবে। প্রতি বছর ইজতেমার প্রস্তুতি হিসেবে ইজতেমার পূর্বে জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। মঙ্গলবার জোড় ইজতেমা শেষ হবে।

(দ্য রিপোর্ট/এমএফ/এনডিএস/ডিসেম্বর ২৩,২১০৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর