thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

কমরেড আব্দুল হকের মৃত্যুবার্ষিকী পালিত

২০১৩ ডিসেম্বর ২৩ ০১:৫৪:৫৯
কমরেড আব্দুল হকের মৃত্যুবার্ষিকী পালিত

দ্য রিপোর্ট : দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের কমিউনিস্ট আন্দোলনের প্রবাদ পুরুষ কমরেড আবদুল হকের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার সকাল ৮টায় মিরপুর সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

জাতীয় কমিটির পক্ষ থেকে যুগ্ম-আহ্বায়ক চৌধুরী আশিকুল আলমের নেতৃত্বে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর হোসাইন ও খলিলুর রহমান, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি, জাতীয় ছাত্রদল, গণতান্ত্রিক মহিলা সমিতি, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন, ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘ, পাদুকা শিল্প শ্রমিক সংঘ, সাপ্তাহিক সেবাসহ বিভিন্ন সংগঠন ও দেশ-প্রেমিক প্রগতিশীল ব্যক্তিবর্গ পুষ্পমাল্য অর্পণ করেন।

দিনটিকে ঘিরে বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমরেড আবদুল হকের মৃত্যুবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ডা. এম এ করিম।

আলোচনাসভায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ-সভাপতি চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি শ্রমিক নেতা খলিলুর রহমান, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সভাপতি শ্যামল কুমার ভৌমিক, জাতীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টিটু, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক আকমল হোসেন, নূর মোহাম্মদ প্রমুখ বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন উদযাপন জাতীয় কমিটির সদস্য প্রকাশ দত্ত।

(দ্য রিপোর্ট/এম/এনডিএস/ডিসেম্বর ২৩, ২০০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর