thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

পর্যবেক্ষক পাঠাচ্ছে না কমনওয়েলথও

২০১৩ ডিসেম্বর ২৩ ০২:১৬:৪৮
পর্যবেক্ষক পাঠাচ্ছে না কমনওয়েলথও

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশে নির্বাচনের পরিবেশ না থাকায় আসন্ন ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না কমনওয়েলথ। কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে রবিবার নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো হয়।

নির্বাচন কমিশন সচিবালয় দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছে।

কমনওয়েলথের পক্ষ থেকে নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে সবগুলো দল অংশ নিচ্ছে না। বর্তমান পরিস্থিতিও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে না। এ অবস্থায় কমনওয়েলথ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আসতে আগ্রহী নয়।

এর আগে নির্বাচন কমিশন থেকে গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে কমনওয়েলথ মহাসচিবের কাছে পর্যবেক্ষক পাঠানোর জন্য চিঠি দেওয়া হয়।

উল্লেখ্য, দশম সংসদ নির্বাচন নিয়ে সরকার ও সরাকারি দলের বিপরীতমুখী অবস্থানের পরিপ্রেক্ষিতে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ফোরাম বাংলাদেশে নির্বাচনী পর্যবেক্ষক পাঠানো থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে।

এ বিষয়ে বিশিষ্ট লেখক, গবেষক ও বুদ্ধিজীবী সৈয়দ আবুল মকসুদ দ্য রিপোর্টকে বলেন, ‘যেহেতু এ নির্বাচন একেবারেই গণতান্ত্রিক রীতিসম্মত নয়, সুতরাং কোনো আন্তর্জাতিক পর্যবেক্ষক এখানে আসা অর্থহীন।’

তবে, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারকাতের মতে, ‘বিদেশিরা পর্যবেক্ষণে আসলেই নির্বাচন সুষ্ঠু হয়, আর না আসলেই সেটা অবাধ হয় না- এ ধারণা ঠিক না।’

(দ্য রিপোর্ট/এমএস/শাহ/এনডিএস/ডিসেম্বর ২৩,২১০৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর