thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

চট্টগ্রামে গানম্যান পাচ্ছেন ২৫ এমপি প্রার্থী

২০১৩ ডিসেম্বর ২৩ ০৭:৫৩:৩৩
চট্টগ্রামে গানম্যান পাচ্ছেন ২৫ এমপি প্রার্থী

চট্টগ্রাম সংবাদদাতা : দশম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ২৫ জন এমপি প্রার্থীকে গানম্যান (পুলিশ) দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (সদর) মাসুদুল হাসান জানান, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিএমপি। নির্বাচনী প্রচারের সময় হামলার শিকার হতে পারেন এমন আশঙ্কায় ২৫ প্রার্থী ব্যক্তিগত নিরাপত্তা চেয়ে চিঠি দেয় সিএমপিতে। এর পরিপ্রেক্ষিতে তাদের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আজকালের মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

জানা গেছে, চট্টগ্রামে মোট সংসদীয় আসন সংখ্যা ১৬। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন ইতোমধ্যেই নির্বাচিত হয়েছেন। ৫ জানুয়ারি বাকি ৯টি আসনে নির্বাচন হবে। এ সব আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর সংখ্যা ২৫। এর মধ্যে মহানগরীর ৪, ৯ ও ১১ আসনে মোট প্রার্থী ১১ জন। জেলার ৬টি আসনে প্রার্থী রয়েছেন ১৪ জন।

(দ্য রিপোর্ট/কেএইচ/এনডিএস/ডিসেম্বর ২৩,২১০৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর