thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ভারতে বন্যায় নিহত ৪৫

২০১৩ অক্টোবর ২৬ ২০:৫৪:৫৭ ০০০০ 00 ০০ ০০:০০:০০
ভারতে বন্যায় নিহত ৪৫
দিরিপোর্ট২৪ ডেস্ক : ভারতের পূর্ব উপকূলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত ৪৫ জন নিহত ও দুই লাখেরও বেশি তাদের লোক ঘর-বাড়ি ছেড়ে গেছে। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের।

ঘূর্ণিঝড় ‘ফাইলিনে’র চলে যাওয়ার পর নতুন করে একটি ঝড় বঙ্গোপসাগরের গভীরে তৈরি হয়েছে। এর ফলে নিম্নচাপ তৈরি হয়ে ভারতের পূর্ব উপকূলে প্রবল বর্ষণ হচ্ছে। টানা চার দিন ধরে চলা বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় ফসল ও ঘর-বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় এ পর্যন্ত অন্ধ্রপ্রদেশে ২৯ জন ও ওড়িষ্যায় ১৬ জন নিহত হয়েছে।

বন্যার ফলে অন্ধ্রপ্রদেশে এ পর্যন্ত ৭২ হাজার ও ওড়িষ্যায় দেড় লাখ মানুষ তাদের ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছে। ভেসে গেছে প্রায় সাড়ে চার লাখ হেক্টর জমির ফসল।

সমুদ্রে নতুন করে সৃষ্ট হওয়া ঝড় উপকূলে আঘাত হানলে ক্ষয়ক্ষতি ও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির আবহাওয়াবিদরা।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/অক্টোবর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর