thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

পাবনায় রিভলবার-গুলিসহ যুবক আটক

২০১৩ ডিসেম্বর ২৩ ০৯:১২:৫২
পাবনায় রিভলবার-গুলিসহ যুবক আটক

পাবনা সংবাদদাতা : পাবনা সদর উপজেলার ভজেন্দ্রপুর গ্রাম থেকে একটি রিভলবার ও ১২ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছেন র‌্যাব সদস্যরা।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এবিএম ফারুকুজ্জামান পিএসসি দ্য রিপোর্টকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৩টার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে নাসিম মণ্ডলকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি পয়েন্ট টু টু বোর রিভলবার ও ১২ রাউন্ড গুলি।

আটক যুবক নাসিম উদ্দিন মণ্ডল (২৮) ভজেন্দ্রপুর গ্রামের ইমান আলী মণ্ডলের ছেলে। এ ঘটনায় মামলা দায়ের করে আটক যুবককে সোমবার সকালে অস্ত্রসহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/এএস/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর