thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে যুক্তরাষ্ট্রেরও না

২০১৩ ডিসেম্বর ২৩ ০৯:২৯:১৩
নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে যুক্তরাষ্ট্রেরও না

দ্য রিপোর্ট ডেস্ক : দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা পিটিআই-এ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে।

বিরোধী দলের নির্বাচন বর্জনের কারণে অর্ধেকের বেশি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় পর্যবেক্ষক পাঠানো হবে না বলে সোমবার যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানানো হয়েছে।

পররাষ্ট্র দফতরের মুখপাত্র জেন সাকি এক বিবৃতিতে জানান, ‘যুক্তরাষ্ট্র এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না।’

তবে পরবর্তীতে নির্বাচনের সহায়ক পরিস্থিতি সৃষ্টি হলে পর্যবেক্ষক পাঠানো হবে বলে জানান তিনি।

এর আগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কমনওয়েলথও দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর ঘোষণা দেয়।

(দ্য রিপোর্ট/ কেএন/শাহ/এমডি/ ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর