thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

রাজশাহীতে যাত্রী ছাড়াই চলছে বিআরটিসি

২০১৩ ডিসেম্বর ২৩ ১০:২২:৩৪
রাজশাহীতে যাত্রী ছাড়াই চলছে বিআরটিসি

রাজশাহী সংবাদদাতা : রাজশাহী মহানগরীতে পুলিশ পাহারায় চলছে বিআরটিসি বাস। সোমবার সকাল থেকে শিডিউল বিপর্যয়ের মধ্য দিয়ে দেশের বিভিন্ন রুটে বিআরটিসি বাস ছেড়ে গেছে। তবে এসব বাসে কোনো যাত্রী ছিল না।

রাজশাহী বিআরটিসি বাস ডিপোর কাউন্টার মাস্টার বিভাস প্রামাণিক বিপু দ্য রিপোর্টকে জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী রাজশাহী থেকে দেশের বিভিন্ন রুটে বিআরটিসি বাস চলাচল করছে। তবে এসব বাসে যাত্রী নেই।

তিনি বলেন, পুলিশ পাহারায় রাজশাহী ডিপোতে একটি বাস আনা হয়। বাসটি সকাল ৭টা ১৫ মিনিটে বরিশালের উদ্দেশে যাত্রা শুরুর কথা ছিল। কিন্তু বরিশালের কোনো যাত্রী না থাকায় বাসটি পৌনে ৮টার দিকে ছাড়া হয়। এতে স্বল্প দূরুত্বের দুই যাত্রী ছিলেন। তিনি আরও বলেন, ওই বাসটি কুমারপাড়া মোড় বিআরটিসি ডিপো থেকে বোয়ালিয়া মডেল থানা পুলিশের নজরদারিতে এবং তালাইমারী মোড় থেকে মতিহার থানা পুলিশের নিরাপত্তায় শহর ত্যাগ করে। এ ছাড়াও সকাল সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ডিপো হয়ে খুলনার পাথরঘাটাগামী আরেকটি বাস যাওয়ার কথা ছিল। কিন্তু সেটিও বেলা ১০টা পর্যন্ত রাজশাহী ডিপোতে এসে পৌঁছায়নি।

তিনি আরও বলেন, যাত্রী হোক বা না হোক রাজশাহী থেকে পর্যায়ক্রমে বিভিন্ন রুটে বিআরটিসি বাস চলাচল করবে।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান দ্য রিপোর্টকে জানান, রাজশাহীতে বিআরটিসি বাস নির্বিঘ্নে চলাচলের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, রাজশাহী নগরীর মধ্য দিয়ে যখন যে থানা অতিক্রম করবে তখন ওই থানা পুলিশ বাসটির নিরাপত্তা দেবে।

(দ্য রিপোর্ট/এমএইচ/শাহ/এএস/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর