thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

‘পর্যবেক্ষক আসুক না আসুক, নির্বাচন হবেই’

২০১৩ ডিসেম্বর ২৩ ১০:৫১:৫৪
‘পর্যবেক্ষক আসুক না আসুক, নির্বাচন হবেই’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বনানী কবরস্থানে প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের সমাধিতে সোমবার সকালে ফুলেল শ্রদ্ধা জানানো শেষে তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘পর্যবেক্ষক আসুক না আসুক, নির্বাচন হবেই।’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এ সময় বলেন, ইইউ পর্যবেক্ষক পাঠাবে কি পাঠাবে না, এটা তাদের সিদ্ধান্ত। আমাদের সিদ্ধান্ত যে কোনো মূল্যে নির্বাচন হবে।

বিদেশিরা দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাক আর না পাঠাক, নির্বাচন হবেই বলে মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা।

উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও কমনওয়েলথসহ অনেকেই তাদের পর্যবেক্ষক পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, সাংগঠিনক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, নাহিম রাজ্জাক প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসকে/এমসি/শাহ/এমডি/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর