thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২২ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

দক্ষিণ সুদানের প্রধান তেলসমৃদ্ধ শহর বিদ্রোহীদের দখলে

২০১৩ ডিসেম্বর ২৩ ১১:৫৭:০৮
দক্ষিণ সুদানের প্রধান তেলসমৃদ্ধ শহর বিদ্রোহীদের দখলে

দ্য রিপোর্ট ডেস্ক : সুদানের প্রধান তেলসমৃদ্ধ শহর বেনতিউর নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির বিদ্রোহী বাহিনী। দক্ষিণ সুদানের সাবেক উপ-রাষ্ট্রপতি ও বিদ্রোহীদের নেতা রিয়েক ম্যাখার এ কথা জানান। খবর আল জাজিরার।

আল জাজিরার কাছে দেওয়া এক বিবৃতিতে রবিবার ম্যাখার বলেন, তিনিই দেশটির পরবর্তী নেতা। তবে দেশটির রাষ্ট্রপতি সালভা কিরের অভিযোগ ম্যাখার অভ্যুত্থানের চেষ্টা করছেন।

তবে ম্যাখার এ অভিযোগ অস্বীকার করে দাবি করেন, কির ক্ষমতা ধরে রাখতে তার বিদ্রোহী বাহিনীর ওপর ভয়ানক অভিযান চালাচ্ছেন।

তিনি বলেন, তার বাহিনী দেশটির ইউনিটি প্রদেশের রাজধানী বেনতিউর নিয়ন্ত্রণ নিয়েছে এবং সেখানে একটি সামরিক সরকার ব্যবস্থা স্থাপন করেছে।

দক্ষিণ সুদানের সামরিক মুখপাত্র কর্নেল ফিলিপ অ্যাগুরে দাবি করেছেন, ম্যাখারের অনুগত বাহিনী বেনতিউ শহরটি দখল করে নিয়েছে।

তিনি বলেন, ‘বেনতিউ এখন ম্যাখার সমর্থিত কমান্ডারের হাতে। শহরটি এখন আর আমাদের নিয়ন্ত্রণে নেই।’

প্রসঙ্গত, দক্ষিণ সুদানে এক সপ্তাহ আগে শুরু হওয়া যুদ্ধে শতশত মানুষ মারা গেছে। হাজার হাজার মানুষ আত্মরক্ষার জন্য জাতিসংঘের ঘাঁটি অথবা নিরাপদ স্থানে পালিয়ে গেছে। ২০১১ সালে স্বাধীন হওয়া নবীন এ রাষ্ট্রটিতে জাতিগত বিভেদ, দারিদ্র্য ও দুর্নীতির কারণে চরম অস্থিরতা বিরাজ করছে।

(দ্য রিপোর্ট/এআইএম/শাহ/এমডি/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর