thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ব্রাজিলে বিক্ষোভ অব্যাহত: বাসে আগুন

২০১৩ অক্টোবর ২৬ ২১:০০:২৪ ০০০০ 00 ০০ ০০:০০:০০
ব্রাজিলে বিক্ষোভ অব্যাহত: বাসে আগুন
দিরিপোর্ট২৪ ডেস্ক : ব্রাজিলের সাও পাওলোতে বিনামূল্যে পরিবহন সেবার দাবিতে চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। শুক্রবার বিক্ষোভকারীরা সাও পাওলোর একটি বাসস্ট্যান্ডে তাণ্ডব চালিয়ে একটি বাস পুড়িয়ে দেয়। এ ঘটনায় অন্তত ছয় বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। খবর বিবিসির।

সাও পাওলোতে বিক্ষোভকালীন হাজারো জনতা একটি বাসস্ট্যান্ডে হামলা চালায়। এ সময় তারা টিকিট মেশিনগুলো ভেঙ্গে ফেলে ও একটি বাস পুড়িয়ে দেয়। পরে পুলিশ এসে কাঁদুনে গ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে। এ সময় অন্তত ছয়জনকে গ্রেফতার করে পুলিশ।

শূক্রবারের এ বিক্ষোভটি প্রায় তিন ঘণ্টাব্যাপী চলে। ঐদিনই দেশটির প্রেসিডেন্ট দিলমা রোউসেফ গণপরিবহন খাতের উন্নয়নে ২৪০০ কোটি ডলারের প্রকল্প ঘোষণা করেন।

প্রসঙ্গত, চলতি বছরের জুন থেকেই বিনামূল্যে গণপরিবহনের দাবিতে ব্রাজিলে বিক্ষোভ চলে আসছে।

কয়েক মাস পরেই দেশটিতে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। এ সময় এ বিক্ষোভ ক্রমেই ফুটবলপ্রেমিদের দুশ্চিন্তার বিষয় হয়ে উঠছে।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/অক্টোবর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর