thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

চার বাংলাদেশি নারীকে ফেরত পাঠিয়েছে বিএসএফ

২০১৩ ডিসেম্বর ২৩ ১২:২৬:১২
চার বাংলাদেশি নারীকে ফেরত পাঠিয়েছে বিএসএফ

সাতক্ষীরা সংবাদদাতা : ভারতে পাচার হওয়ার পর চার বাংলাদেশি নারীকে সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বিএসএফ। বিএসএফ সদস্যরা সোমবার সকালে ভোমরা বিজিবি ক্যাম্প কমান্ডারের কাছে তাদের ফেরত পাঠায়। বিজিবি তাদের সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপর্দ করেছে।

ফেরত আসা এসব নারী হলেন পিরোজপুর জেলার জিয়ানগরের গৃহবধূ লাইজু খাতুন, নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাহফুজা খাতুন, রুনা আকতার ও সাভারের শাহনাজ আকতার।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক দ্য রিপোর্টকে জানান, কাজের প্রলোভন দেখিয়ে দালালরা চার নারীকে অবৈধভাবে ভারতে পাচার করে। বিএসএফের ঘোজাডাঙ্গা ক্যাম্প সদস্যরা তাদের আটক করে সোমবার সকালে ভোমরা বিজিবি ক্যাম্প কমান্ডারের কাছে ফেরত পাঠায়। পরে তাদের সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপর্দ করা হয়।

(দ্য রিপোর্ট/এমআর/শাহ/এফএস/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর