thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

রাষ্ট্রপতি দুই দিনের সফরে চট্টগ্রামে

২০১৩ ডিসেম্বর ২৩ ১৩:০১:৩২
রাষ্ট্রপতি দুই দিনের সফরে চট্টগ্রামে

চট্টগ্রাম সংবাদদাতা : দুই দিনের সফরে রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট চট্টগ্রাম পৌঁছেছেন। সোমবার সকাল ৯টা ২০ মিনিটে তিনি চট্টগ্রাম পৌঁছেন।

নগর পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত উপ-কমিশনার রবিউল হোসেন জানান, সকাল ৯টা ২০ মিনিটে হেলিকপ্টারে চট্টগ্রামে পৌঁছেন রাষ্ট্রপতি। সকাল সাড়ে ১১টায় তিনি নেভাল একাডেমিতে যান। সেখানে নৌবাহিনীর পাসিং আউটে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি।

সন্ধ্যার পর রাষ্ট্রপতি পতেঙ্গা বোট ক্লাবে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। রাত ৯টায় সড়কপথে যাবেন ভাটিয়ারীর বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ)। সেখানে রাতযাপন করবেন। মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে বিএমএর পাসিং আউটে সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি। এরপর তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে বিএমএ ত্যাগ করবেন।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে চট্টগ্রাম নগরজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত সদস্যের পাশাপাশি অতিরক্ত দেড় হাজার পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে।

(দ্য রিপোর্ট/কেএইচ/এএস/শাহ/এমডি/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর