thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

জয়পুরহাটের ক্ষেতলালে ১৪৪ ধারা

২০১৩ ডিসেম্বর ২৩ ১৩:৪৫:৪৭
জয়পুরহাটের ক্ষেতলালে ১৪৪ ধারা

জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাটের ক্ষেতলালে রবিবার আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের জের ধরে সোমবার আবারও দু-দলের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নাশকতা ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে সোমবার রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইকবাল দ্য রিপোর্টকে জানান, ক্ষেতলালে উভয় দলের মধ্যে সংঘর্ষ বাধার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

এদিকে জয়পুরহাটে অবরোধের তৃতীয়দিন সোমবার অবরোধের পক্ষে ১৮ দল ও বিপক্ষে আওয়ামী লীগ মিছিল করেছে। শহরের প্রধান সড়কে সকাল ১১টা পর্যন্ত জেলা বিএনপি সভাপতি মোজাহার আলী প্রধান, সাধারণ সম্পাদক ফজলুর রহমান ও জামায়াত নেতা সামছুল ইসলামের নেতৃত্বে ১৮ দল ও বিএনপির অপর গ্রুপ সাবেক শহর বিএনপি সভাপতি ফয়সাল আলীম সমর্থিত নেতাকর্মীরা থানা রোডে মিছিল ও পিকেটিং করে। সকাল সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলাইমান আলীর নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে। উভয় দল মিছিল করায় শহরে উত্তেজনা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় আলাদা সময়ে মিছিল করায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ।

(দ্য রিপোর্ট/এএ/এএস/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর