thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

‘সুপথে আসুন না হয় ধ্বংস অনিবার্য’

২০১৩ ডিসেম্বর ২৩ ১৪:০৩:৩৪
‘সুপথে আসুন না হয় ধ্বংস অনিবার্য’

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, ‘অনেক আল্টিমেটাম দিয়েছেন। আজকে আমরা আপনাকে আল্টিমেটাম দিচ্ছি, এবার সুপথে আসুন না হয় ধ্বংস অনিবার্য। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘তাই বলবো, ভুল করতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া, আগামী নির্বাচনে আসুন, সমঝোতায় আসুন, মানুষ বাহবা দেবে।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘আগামী ৫ জানুয়ারি নির্বাচনে হাজার হাজার মানুষ ভোট কেন্দ্রে আসবে। কেউ ঠেকাতে পারবে না। মানুষ ভোট দিতে যাবেই। যতই হুমকি-ধামকি দেন, ভয় দেখান মানুষ ভোট দেবেই।’

এ সময় তিনি মঙ্গলবার হেফাজতের সমাবেশ ঘিরে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে। ওই হায়েনার দল খালেদা জিয়ার শেষ অস্ত্র। বাংলার জনগণের পক্ষেই মহানগর আওয়ামী লীগ। তারা আসলে জবাব দেওয়া হবে।’

নাসিম বিদেশি বন্ধুদের আহ্বান জানিয়ে বলেন, ‘দক্ষিণ এশিয়ার শান্তির দ্বীপকে সহায়তা করুন। উগ্রপন্থি ও জঙ্গিবাদীদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করুন। যদি উদার গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করেন, তবে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনাকেই সমর্থন করেন।’

কারণ আপনাদের মনে রাখতে হবে, এদেশে উগ্রবাদ ও জঙ্গিবাদ আবারো মাথা চাড়া দিয়ে উঠছে বলে বিদেশি বন্ধুদের সতর্ক করেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, ‘পাকিস্তান আবার মাঠে নেমেছে। তারা আবার বাংলাদেশকে দখল করতে চায়।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সহ-সভাপতি মুকুল চৌধুরী, আইন প্রতিমন্ত্রী ও যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মিলন প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইউএ/এমসি/ এমডি/লতিফ/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর