thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

যুক্তরাষ্ট্রও পর্যবেক্ষক পাঠাচ্ছে না

২০১৩ ডিসেম্বর ২৩ ১৪:১৪:১৪
যুক্তরাষ্ট্রও পর্যবেক্ষক পাঠাচ্ছে না

দ্য রিপের্টি প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্রও। সোমবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।

এর আগে কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকেও নির্বাচন পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তের কথা জানানো হয়েছে কমিশনকে।

যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, নির্বাচনে সব দলের অংশগ্রহণ এবং নির্বাচনি পরিবেশ না থাকায় তারা ৫ জানুয়ারির নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক পাঠাবে না।

এর আগে দেশিয় পর্যবেক্ষক সংস্থা ইলেকশন ওয়ার্কিং গ্রুপের (ইডব্লিউজি) পক্ষ থেকেও বর্তমান পরিস্থিতিতে নির্বাচন পর্যবেক্ষণে অপারগতার কথা জানিয়েছিল।

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব ড. মোহাম্মদ সাদিত দ্য রিপোর্টকে বলেন, কমনওয়েলথ, ইইউ, দেশীয় পর্যবেক্ষক সংস্থা ইডব্লিওজি এবং সর্বশেষ যুক্তরাষ্ট্রও চিঠি দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করবে না বলে জানিয়েছে।

(দ্য রিপোর্ট/ এমএস/ এমডি/লতিফ/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর