thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

সাতক্ষীরায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

২০১৩ ডিসেম্বর ২৩ ১৪:৫৪:০০
সাতক্ষীরায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় আহছানউল্লা (২২) নামের এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। রবিবার রাতে এ ঘটনা ঘটে।

আহত আহছানউল্লাহকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুন্সিপাড়ার রবিউল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানান, সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার মনিরুজ্জামান মনির নেতৃত্বে সন্ত্রাসীরা পূর্ব শত্রুতার জের ধরে আহছানউল্লাকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক ঘটনার নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সাকিলের মা মনিরা খাতুন বাদী হয়ে সোমবার ৭ জনকে আসামি করে থানায় একটি এজাহার দাখিল করেছেন।

(দ্য রিপোর্ট/এমআর/এফএস/রাসেল/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর