thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

মহাসমাবেশ হবেই : বাবুনগরী

২০১৩ ডিসেম্বর ২৩ ১৫:০২:৪৬
মহাসমাবেশ হবেই : বাবুনগরী

দ্য রিপোর্ট চট্টগ্রাম : হেফাজতে ইসলামের ঢাকা মহানগর আহ্বায়ক নূর হোসাইন কাসেমী মতিঝিলের সমাবেশ স্থগিতের ঘোষণা দিলেও হেফাজতের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী মহাসমাবেশ হবেই বলে জানিয়েছেন। তিনি বলেন, সমাবেশ স্থগিতের বিষয়টি মিডিয়ার অপপ্রচার।

সোমবার দুপুর ২টায় জুনায়েদ বাবুনগরী দ্য রিপোর্টকে জানান, সরকার মহাসমাবেশ করতে বাধা দিচ্ছে। হেফাজতের সিনিয়র নেতারা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে সমাবেশ হবে। তিনি আরো বলেন সমাবেশ স্থগিত করার প্রশ্নই ওঠে না। তিনি জানান, সমাবেশ করতে না দিলে আমরা কঠোর কর্মসূচি দেব।

যুগ্ম মহাসচিব মাঈন উদ্দিন রুহী দ্য রিপোর্টকে জানান, সরকার আমাদের বাধা দিচ্ছে। আমি যেতে না পারলেও ঢাকার নেতারা মহাসমাবেশ করবেন। হেফাজতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, আগামীকালের মহাসমাবেশ করবই। সরকার মহাসমাবেশের অনুমতি দিয়ে আমাদের শান্তিপূর্ণ মহাসমাবেশ করার সহযোগিতা করবে, এটিই হেফাজতে ইসলাম প্রত্যাশা করে। তিনি জানান, মহাসমাবেশ সফল করতে প্রায় ৫০ হাজার নেতাকর্মী ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন।

(দ্য রিপোর্ট/ কেএইচ/এমডি/রাসেল/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর