thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

জাবিতে বিক্ষোভ মিছিল

২০১৩ ডিসেম্বর ২৩ ১৫:০৪:৩৭
জাবিতে বিক্ষোভ মিছিল

জাবি প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, জাতীয় নেতৃবৃন্দের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরাম।

বিক্ষোভ মিছিলটি সোমবার সকাল সোয়া এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

মিছিল শেষে শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। ফোরামের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ কামরুল আহছান টিটো বলেন- তফসিল বাতিল না হলে জাবি থেকে আরো দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। একদলের নির্বাচন দেশের মানুষ মেনে নিবে না। তাই অবিলম্বে নির্বাচনী তফসিল বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জাতীয়বাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, অধ্যাপক মুহম্মদ কামরুল আহছান, শিক্ষক সমিতির সম্পাদক অধ্যাপক শরিফ উদ্দিন, অফিসার সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুসহ দেড় শতাধিক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/এইচএসএম/রাসেল/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর