thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

বাগেরহাট বিএনপির নেতার বাসায় ককটেল নিক্ষেপ

২০১৩ ডিসেম্বর ২৩ ১৫:১৩:২৬
বাগেরহাট বিএনপির নেতার বাসায় ককটেল নিক্ষেপ

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবুর বাসায় ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

পুরাতন বাজার এলাকায় তার বাসার সামনে সোমবার দুপুর পৌনে ১টায় একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।

প্রতক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে দুই যুবক এসে ককটেলটি নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু দ্য রিপোর্টকে জানান, অবরোধের কর্মসূচি পালনের জন্য বাসার বাইরে ছিলাম। ককটেল বিস্ফোরণের কথা শুনে বাসায় আসি।

(দ্য রিপোর্ট/এএস/এফএস/এমএইচও/এএস/রাসেল/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর