thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

খিলগাঁওয়ে শিশুর রহস্যজনক মৃত্যু

২০১৩ ডিসেম্বর ২৩ ১৫:২৪:৫২
খিলগাঁওয়ে শিশুর রহস্যজনক মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও এলাকায় অন্তরা (১০) নামের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। খিলগাঁও সিপাইবাগ ১৯৩ নং বাসা থেকে সোমবার সকাল সাড়ে ৯টায় শিশুটির মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ।

অন্তরার বাবা আলী হোসেন অভিযোগ করেন, তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, অন্তরার মা কুলসুম বেগম পাঁচ বছর আগে চলে যান। এরপর থেকে অন্তরা এবং তার বড় বোন মিতু খালা ফাতেমা আক্তারের বাসায় থাকত।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, আমরা এ রকম কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

অন্তরার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার সুলতান সাধী গ্রামে।

(দ্য রিপোর্ট/এসআর/এফ্স/রাসেল/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর