thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

হাফিজ জেতালেন পাকিস্তানকে

২০১৩ ডিসেম্বর ২৩ ১৬:৩৪:১৩
হাফিজ জেতালেন পাকিস্তানকে

দ্য রিপোর্ট ডেস্ক : সিরিজের তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত জয় পেয়েছে পাকিস্তান। মোহাম্মদ হাফিজের হার না মানা সেঞ্চুরিতে তারা ১১৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কাকে। এ জয়ে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে মিসবাহ উল হকের দল।

নিরপেক্ষ ভেন্যু শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার বোলারদের তুলোধুনো করেছে পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৬ রানের বিশাল স্কোর গড়েছে তারা।

অপরাজিত ১৪০ রান করেছেন হাফিজ। ১৩৬ বলে ১১ চার ও ৩ ছয়ে এই রান করেছেন তিনি। এছাড়া আহমেদ শেহজাদ ৮১ ও মিসবাহ উল হকের ব্যাট থেকে এসেছে ৪০ রান। ২টি উইকেট নিয়েছেন থিসারা পেরেরা।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ২১৩ রানেই থেমে গেছে শ্রীলঙ্কার ইনিংস। মূলত পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি লঙ্কানরা। উমর গুল ৩টি ও জুনায়েদ খান, সাঈদ আজমল ও মোহাম্মদ হাফিজ নিয়েছেন একটি করে উইকেট।

দলের দুর্দিনে হেসেছে শুধু দিলশানের ব্যাট। শহীদ আফ্রিদির বলে বোল্ড হওয়ার আগে ৫৯ রান করেছেন এই মারকুটে ব্যাটসম্যান। এ ছাড়া অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ৪৪ ও দিনেশ চান্দিমাল করেছেন ৩৬ রান।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৩২৬/৫; ৫০ ওভার (হাফিজ ১৪০, শেহজাদ ৮১; পেরেরা ২/৫৮)

শ্রীলঙ্কা: ২১৩; ৪৪.৪ ওভার (দিলশান ৫৯, ম্যাথুস ৪৪; গুল ৩/১৯)

ফল: পাকিস্তান ১১৩ রানে জয়ী

ম্যাচ সেরা: মোহাম্মদ হাফিজ (পাকিস্তান)

(দ্য রিপোর্ট/সিজি/নূরুল/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর