thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান

২০১৩ ডিসেম্বর ২৩ ১৭:০৫:৫৬
পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান

দ্য রিপোর্ট প্রতিবেদক : যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ায় পাকিস্তানের সংসদে নিন্দা প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)।

জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ঢাকা মহানগর সভাপতি আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন টিইউসির সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান, এ কে এম মাহবুব আলম, দেওয়ান মোঃ আলী, সাহিদা পারভীন শিখা, আব্দুর রাজ্জাক প্রমুখ।

সমাবেশে বক্তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের রাজনীতিবিদদের বক্তব্যকে ধৃষ্টতাপূর্ণ অভিহিত করে বলেন, যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থানের জন্য সরকারের পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা উচিৎ।

বক্তারা বলেন, পাকিস্তান এখনো একাত্তরের পরাজয়ের গ্লানি ভুলতে পারেনি। তাদের এমন প্রতিক্রিয়া প্রমাণ করে কাদের মোল্লা ও তাদের এদেশের দোসররা মানবতাবিরোধী যুদ্ধাপরাধে জড়িত ছিলো।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব ও তোপখানা রোড প্রদক্ষিণ করে।

(দ্য রিপোর্ট/এসএ/এসবি/নূরুল/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর