thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

কুমিল্লায় অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার

২০১৩ ডিসেম্বর ২৩ ১৭:১৬:৫৭
কুমিল্লায় অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার

কুমিল্লা সংবাদদাতা : জেলার উপজেলার রাজেশপুর ইকোপার্ক এলাকার জঙ্গল থেকে মনির হোসেন (৩২) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালককের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন দ্য রিপোর্টকে বলেন, সোমবার দুপুরে ওই অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে শ্বাসরোধে মনিরকে হত্যা করে জঙ্গলে ফেলে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে বলে জানান ওসি।

তিনি বলেন, মৃতদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত মনির হোসেন জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের সাতবাড়িয়া (দাতামা) গ্রামের আলী নেওয়াজের ছেলে।

(দ্য রিপোর্ট/জেপি/এফএস/এসবি/নূরুল/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর