thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

ছাতকে জামায়াত নেতা গ্রেফতার

২০১৩ ডিসেম্বর ২৩ ১৭:৩৫:৩৯
ছাতকে জামায়াত নেতা গ্রেফতার

সুনামগঞ্জ সংবাদদাতা : জেলার ছাতক উপজেলার জামায়াত নেতা মাওলানা আব্দুস সালাম আল-মাদানীকে (৪২) গ্রেফতার করেছে সিলেট জালালাবাদ থানা পুলিশ।

তিনি ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ফজলিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও মাদ্রাসা জামায়াতের আমির। সিলেট মহানগরীর কুমারগাঁওয়ের নিজ বাসা থেকে সোমবার ভোরে তাকে গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী দ্য রিপোর্টকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে সিলেটের জালালাবাদ থানায় একটি পুলিশ এসল্ট মামলা রয়েছে বলে জানান তিনি।

এদিকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল-মাদানীকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জেলা জামায়াতের আমির হাতিমুর রহমান, সেক্রেটারি মুমতাজুল হাসান আবেদ ও ছাতক উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মখছুছুর রহমান।

জামায়াত নেতারা এক যৌথ বিবৃতিতে মাওলানা আব্দুস সালাম আল-মাদানীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/আরএআর/এমএইচও/এসকেনূরুল/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর