thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রাচ্যুইটি হার ৩০ টাকা বাড়লো

২০১৩ ডিসেম্বর ২৩ ১৭:৫২:৫৪
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রাচ্যুইটি হার ৩০ টাকা বাড়লো

সোহেল রহমান, দ্য রিপোর্ট : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আনুতোষিকের (গ্রাচ্যুইটি) হার টাকাপ্রতি ৩০ টাকা বাড়াল নির্বাচনকালীন সরকার। চলতি মাসের ১ তারিখ থেকেই বর্ধিত এ সুবিধা পাবেন তারা।

অর্থ মন্ত্রণালয় থেকে সোমবার বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পেনশন সুবিধার আওতাভুক্ত অবসর গ্রহণকারী কিংবা মৃত্যুবরণকারী চাকুরের পরিবার এর আওতায় আসবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১০ বছর বা ততোধিক কিন্তু ১৫ বছরের কম চাকুরেরা বাধ্যতামূলকভাবে সমর্পিত মোট (গ্রস) পেনশনের অর্ধেক অঙ্কের প্রতি ১ টাকার বিপরীতে পাবেন ২৬০ টাকা। বর্তমানে প্রতি ১ টাকার বিপরীতে তারা পাচ্ছেন ২৩০ টাকা।

একইভাবে ১৫ বছর বা ততোধিক কিন্তু ২০ বছরের কম চাকুরেরা বাধ্যতামূলকভাবে সমর্পিত মোট (গ্রস) পেনশনের অর্ধেক অঙ্কের প্রতি ১ টাকার বিপরীতে পাবেন ২৪৫ টাকা ও ২০ বছর বা ততোধিক সময়ের চাকুরেরা পাবেন ২৩০ টাকা। বর্তমানে তারা পাচ্ছেন যথাক্রমে ২১৫ টাকা ও ২০০ টাকা।

এ ছাড়া স্বেচ্ছায় মোট (গ্রস) পেনশনের অবশিষ্ট অর্ধেক একসঙ্গে সমর্পণ করলে অবশিষ্ট অর্ধেক অঙ্কের প্রতি ১ টাকার বিপরীতে প্রাপ্য হারের অর্ধেক হারে গ্রাচ্যুইটি প্রদান করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এদিকে গ্রাচ্যুইটির হার বাড়ানোর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা লাভবান হলেও এ নিয়ে সচিবালয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নির্বাচনকালীন সরকার এ ধরনের নীতিগত সিদ্ধান্ত নিতে পারে কি না এ নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

উল্লেখ্য, বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সংখ্যা প্রায় সাড়ে ১৩ লাখ বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/এস আর/এসবি/নূরুল/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর