thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

আ.লীগ নেতা রায়হান হত্যা মামলায় আটক ১

২০১৩ ডিসেম্বর ২৩ ১৮:০৩:২৪
আ.লীগ নেতা রায়হান হত্যা মামলায় আটক ১

সাতক্ষীরা সংবাদদাতা : জেলার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জামায়াতকর্মী ইলিয়াস হোসেন মোল্লাকে (৪০) আটক করেছে পুলিশ।

দেবহাটার পারুলিয়া বাজার থেকে সোমবার বেলা ১২টায় তাকে আটক করা হয়। তিনি দেবহাটার দক্ষিণ পারুলিয়ার সামসুদ্দিন মোল্লার ছেলে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক বিশ্বাস দ্য রিপোর্টকে জানান, ইলিয়াস মোল্লা আওয়ামী লীগ নেতা রায়হান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আটকের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, ২১ ডিসেম্বর রাত ৮টায় পারুলিয়া বাজারে আবু রায়হানকে কুপিয়ে হত্যা করে ১০/১২ জন মুখোশধারী দুর্বৃত্ত।

হত্যাকাণ্ডের দু’দিন পর ২৩ ডিসেম্বর নিহতের মা মিলি বেগম বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা করেন।

(দ্য রিপোর্ট/এমআরইউ/এমএইচও/এসবি/নূরুল/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর