thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

হলফনামা প্রকাশের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে : সিইসি

২০১৩ ডিসেম্বর ২৩ ১৮:০৮:০২
হলফনামা প্রকাশের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে : সিইসি

দ্য রিপোর্ট প্রতিবেদক : হলফনামা প্রকাশ করা হবে কিনা সে বিষয়ে আইনি ব্যাখ্যা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ।

নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় থেকে বের হওয়ার পথে সোমবার সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল রবিবার হলফনামা প্রকাশ না করার জন্য কমিশনকে অনুরোধ জানায়। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আইনটি খতিয়ে দেখছি।’

সিইসি বলেন, ‘আমরা বিদেশি পর্যবেক্ষকদের দাওয়াত দিয়েছি। এখন তারা আসবেন কি আসবেন না সেটা তাদের বিষয়।’

তারা না আসলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কিনা- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি তো আপনারাই দেখছেন, আপনারাই বলবেন। এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।’

(দ্য রিপোর্ট/এমএস/এমএআর/নূরুল/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর