thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

মনিরামপুরে বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা

২০১৩ ডিসেম্বর ২৩ ১৮:২৩:৩৪
মনিরামপুরে বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা

যশোর সংবাদদাতা : জেলার মনিরামপুর উপজেলার মাছনা খানপুর গ্রামে হাবিবুর রহমান নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিজ বাড়িতে সোমবার দুপুরে ভাত খাওয়ার সময় এ ঘটনা ঘটে।

তবে সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মনিরামপুর থানা পুলিশ এ ব্যাপারে অবগত নয় বলে জানায়।

নিহতের স্বজনরা জানান, দুপুরে যখন হাবিবুর রহমান ভাত খাচ্ছিলেন তখন এলাকার চিহ্নিত সন্ত্রাসী তৌহিদের নেতৃত্বে আলমগীর, লিংকন, সোহাগ ওরফে পিচ্চি সোহাগসহ কয়েকজন তার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা হাবিবুরকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে গ্রামবাসী তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনিরামপুর থানার ডিউটি অফিসার এ এস আই প্রসূন এ প্রসঙ্গে জানান, কোনো হত্যাকাণ্ডের খবর তাদের কাছে নেই। কেউ কোনো অভিযোগও করেনি।

মনিরামপুর পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল জানান, নিহত হাবিবুর রহমান তাদের দলের সক্রিয় কর্মী। তার খুনিরা এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাদের বিরোধিতা করায় হাবিবুরের বড়ভাই রহিমকে কয়েক মাস আগে কোপানো হয়। আরো অনেকে তাদের হাতে আক্রান্ত হয়েছে।

স্থানীয় বিএনপি হাবিবুর রহমান খুনের প্রতিবাদে সোমবার বিকেলে মাছনা সাতনল বাজারে বিক্ষোভ মিছিল করেছে। খুনিদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার একই স্থানে সমাবেশ করা হবে বলে দলটির নেতারা জানান।

(দ্য রিপোর্ট/জেএম/এমএআর/নূরুল/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর