thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

সরকারকে পদত্যাগের আহ্বান জামায়াতের

২০১৩ ডিসেম্বর ২৩ ১৮:৪০:০৯
সরকারকে পদত্যাগের আহ্বান জামায়াতের

দ্য রিপোর্ট প্রতিবেদক : সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। এ জন্য একদলীয় নির্বাচন বন্ধেরও আহ্বান জানান তিনি।

এক বিবৃতিতে সোমবার সন্ধ্যায় তিনি এ আহ্বান জানান।

শফিকুর রহমান বলেন, ‘সরকার জনগণের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর। সরকারের একদলীয় প্রহসনের নির্বাচন দেশের জনগণের পাশাপাশি বিশ্ব সম্প্রদায়ও প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথসহ বিশ্বের গুরুত্বপূর্ণ দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো একদলীয় প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করে সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ দিয়েছে। তারা অতীতে বাংলাদেশের সকল নির্বাচনে পর্যবেক্ষক পাঠালেও ৫ জানুয়ারির একদলীয় প্রহসনের নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর কথা সরকারকে সাফ জানিয়ে দিয়েছে। এ অবস্থায় হাস্যকর নির্বাচনের আর কোনো সুযোগ নেই।’

(দ্য রিপোর্ট/কেএ/এসকে/নূরুল/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর